Friday, April 14, 2017

চট্টগ্রাম বন্দরে চাকরি

April 14, 2017
পদের নাম: নিরাপত্তারক্ষী।

পদের সংখ্যা: ৩৪। (মুক্তিযোদ্ধা কোটায় ২৫টি এবং সাধারণ কোটায় ৯টি)

বয়স: ৩০ এপ্রিল ২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

যোগ্যতা: এসএসসি পাস। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।

বেতন: ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের ঠিকানা: আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট jobscpa.org তে অনলাইন চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর-সংবলিত তাঁর আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই রেজিস্ট্রেশন নম্বর-সংবলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় (পোর্ট শাখা, চট্টগ্রাম ব্যতীত) পে-স্লিপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অঙ্কের ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি ৫০ টাকা।

অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ: ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

0 comments:

Post a Comment